১৮ মাসের মধ্যে থানা ভবনের নির্মাণকাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার (আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা) প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ১৫ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা। আমি আরও তিন মাস বাড়িয়ে ১৮ মাস দিলাম। ১৮ মাসের মধ্যে কাজ শেষ না করতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডিএমপিতে মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে নিজস্ব ভবনে রয়েছে ২৫টি, বাকি ২৫ থানা বিভিন্ন ভাড়া বাসায় রয়েছে। ভাড়া বাসাগুলোর বাসস্থানের পরিবেশ খুবই নিম্নমানের, পুলিশ সদস্যদের থাকতে খুবই কষ্ট হয়। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি নিজস্ব ভবন তৈরি করতে...