সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আরও পড়ুনআনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ, ২৯ অ্যাকাউন্টে লেনদেন ৬৬৫ কোটিহামলার বিষয়ে প্রশ্ন করলেও নিশ্চুপ আনিসুল হক এসব একাউন্টে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা জমা রয়েছে। একাউন্টগুলোয় অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১টাকা। তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নি.) (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান। আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা...