রোববার (২৮ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে রাতভর প্রতিপক্ষ শাজাহান খাঁ সহ তার দলের প্রায় ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নিহতের স্বজনরা। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহান খাঁ ও সত্তার মুন্সির বাড়িঘর। গ্রামবাসী জানায়, গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের কুতুবউদ্দিনের একটি ভ্যান ছিনতাই করে সোনাখোলা মহসিনের সালাউদ্দিনসহ তার সহযোগীরা। এ ভ্যান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সোনাখোলা গ্রামে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ঘণ্টাব্যাপী একটা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে নলিয়া গ্রামের ভ্যানচালক কুতুবউদ্দিনসহ তার লোকজনকে অপমান করে তাড়িয়ে দেয় সোনাখোলা গ্ৰামের শাহজাহান খাঁ দলের সালাউদ্দিনসহ তার লোকজন। তখন কুতুবউদ্দিনের পক্ষ নিয়ে বাদশা মাতব্বরের দলের জাকু মাতুব্বর ও শাহজাহান খাঁ...