ফরিদপুরের সালথা উপজেলার সােনাপুর ইউনিয়নের এক স্কুল ছাত্রী গত বহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের বােয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে একটি মেহগনি বাগানে সংঘবদ্ধ এ ধর্ষণের শিকার হয়েছে। শনিবার রাতে মামলা হলে বােয়ালমারী থানা পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করে রােববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। থানা সূত্রে জানা যায়, টিকটকারের মাধ্যমে বােয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে দাউদ বিশ্বাসের (২৩) সাথে পরিচয় হয় সালথা উপজলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর। দাউদ তেলজুড়ি নৌকা বাইচের মেলা দেখার আমন্ত্রণ জানায় ওই কিশারীকে। ওই ছাত্রী বৃহস্পতিবার বিকেল তেলজুড়ি চলে আসে। মেলায় ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর কিশারীকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। ইতিমধ্যে মেয়ের বাড়ি থেকে খোঁজাখুঁজি শুরু করলে একটি ফােনে টিকটকার দাউদের মােবাইল নম্বর পায়।...