তিনি রবিবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ছমির মুন্সির হাট বাজারে ও বিকেলে নবীপুর ইউপির চন্দেহাট বাজারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পৃথক সভায় এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন ১৬ বছর পর যখন হাসিনা পালিয়ে গেল আবার সেই ফ্যাসিষ্টের জন্ম নেওযার ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরো বলেন,শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এখন তারাই ভারতের এজেন্ড বাস্তবায়নে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ঢাকায় মিছিল করছে। এদেশের মানুষ কোন পিআর বুঝেনা, জনগণ বুক উছু করে ড .মুহাম্মদ ইউনুসের ঘোষিত নির্বাচনে ভোট দিবে। কোন পি.আর মনোনিত পাঠি প্রধানকে ভোট দিবেনা। ভোট দিবে ধানের শীষ, দাড়ি পাল্লা ও নাঙ্গল মার্কায়। তিনি পিআর প্রসঙ্গে বলেন, ভোট দিবেন সেনবাগে এমপি পাবেন এমপি চাঁদপুরে। তিনি আরো বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে পিআর এর...