স্ন্যাপচ্যাটের মেমোরিজ ফিচারে আসছে বড় পরিবর্তন। এতদিন ব্যবহারকারীরা কোনো সীমা ছাড়াই ছবি ও ভিডিও সেইভ করতে পারতেন, তবে এবার থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। স্ন্যাপচ্যাট বলছে, যারা পাঁচ জিবির বেশি মেমোরি ব্যবহার করবেন তাদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক প্ল্যানে মাসে এক দশমিক ৯৯ ডলার খরচ করে একশ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে যারা, স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রিপশন ব্যবহার করবেন তারা মাসে তিন দশমিক ৯৯ ডলারে আড়াইশ জিবি স্টোরেজ সুবিধা পাবেন। সবচেয়ে উপরের স্তরের প্লাটিনাম সাবস্ক্রাইবাররা মাসে ১৫.৯৯ ডলার খরচ করে পাঁচ টেরাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। তবে স্ন্যাপচ্যাট বলছে, বেশিরভাগ ব্যবহারকারীরই ওপরই এই পরিবর্তনে কোনো প্রভাব পড়বে না কারণ তারা এখনো পাঁচ জিবি সীমার কাছাকাছিও পৌঁছাননি। শুধু যারা হাজার হাজার...