এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেট প্রেমীদের আনন্দ-উদযাপন শেষ হচ্ছে না। এবার শুরু হচ্ছে নারীদের ক্রিকেট মহারণ। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল। বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ। ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে নারী বিশ্বকাপের ১৩তম আসরের। ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথের উপস্থিতি দেখা গেছে নারী বিশ্বকাপেও। গত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তখন তিন বছরের জন্য চুক্তি হয় দুই দেশের মধ্যে। চুক্তি অনুযায়ী, ভারতে খেলতে যাবে না পাকিস্তান। তাদের সবগুলো ম্যাচ হবে সহ-আয়োজক শ্রীলঙ্কায়। সেই নিয়মে পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে একটি সেমিফাইনাল হবে শ্রীলঙ্কায়। এরপর যদি ফাইনালে জায়গা করে নিতে পারে ফাতিমা সানার দল, তাহলে ফাইনালও হবে শ্রীলঙ্কায়।...