যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ব্র্যান্ডের ও পেটেন্ট করা সব ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানিতে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ১৫ হাজার ৮০০ কোটি ডলারের ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করেছিল। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল প্রক্রিয়াজাত ওষুধ, যার পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এসব পণ্য আমদানি করে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি ও ভারত। যদিও ট্রাম্প শর্ত দিয়েছেন, কোনো বিদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধ কারখানা স্থাপন করলে তাদের জন্য শুল্ক মওকুফের সুযোগ থাকবে। তবে তিনি কেন ফার্মাসিউটিক্যাল পণ্যে হঠাৎ শুল্ক আরোপ করলেন, তার কারণ ব্যাখ্যা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া,...