যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি-১ মৌসুমে বসত বাড়ীতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি (উপশী) ও মাঠে চাষযোগ্য বিভিন্ন (বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, শসা) হাইব্রিড জাতের শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (ভারপ্রাপ্ত)। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হক পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ফয়সাল হোসেন,...