এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় ক্রিকেটারদের শিরোপা উদযাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আসল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল ট্রফি’ হাতে ছবি পোস্ট করেছেন তারা। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি তারা। এর ফলে ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের ট্রফি হাতে পায়নি ভারত। এমন প্রেক্ষাপটে ভারতীয়দের নকল ট্রফি উদযাপন করতে দেখা গেছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের পোস্টে আগের বিশ্বকাপ উদযাপনের ভঙ্গি নকল করে ছবি দেন, যেখানে এডিট করা নকল ট্রফি যুক্ত করা হয়। শুভমান গিলও দীর্ঘদিনের বন্ধু অভিষেক শর্মার সঙ্গে ছবি...