কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার আবিদপুর গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। তাদের নামে গণঅভ্যুত্থানে নিমসার এলাকায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি কেক কেটে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান।...