বাস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার জের ধরে মালিকদের ডাকে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য রুটে বাস পরিসেবা স্বাভাবিক হয়। এর ফলে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাস মালিক পক্ষ দূরপাল্লার যাত্রী পরিসেবা বন্ধ করে দেয়। শ্রমিক পক্ষের কিছু দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়।আরো পড়ুন:খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, ২ মহাসড়কে অবরোধ শিথিলখাগড়াছড়িতে আজও সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে মতবিরোধ হয়েছিল, সেটা কেটে গেছে। ঢাকায় বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত বাস মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে...