ম্যাচের শেষটা ছিল রোমাঞ্চকর। পাকিস্তানের ১৪৬ রান তাড়ায় ভারতের শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হারিস রউফের দ্বিতীয় বলে তিলক বর্মার ছক্কা আর চতুর্থ বলে রিংকু সিংয়ের চারে ভারত সেই লক্ষ্যে পৌঁছে যায় ২ বল হাতে রেখে। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়ে ভারত পেয়েছে এশিয়া কাপে নবম শিরোপার দেখা। কিন্তু নিখাদ ক্রিকেটীয় লড়াইয়ের এই রোমাঞ্চটাই মিলিয়ে যায় কিছুক্ষণ পর। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে পৌঁছে ভারতীয় দলের প্রতিটি দিন কেটেছে যে মুহূর্তটার জন্য, আরও স্পষ্ট করে বললে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি উঁচিয়ে ধরার যে লক্ষ্য, সেটিই আর পূরণ হয়নি এ রাতে। ভারত জিতেছে ঠিকই, পুরস্কার বিতরণী মঞ্চও তৈরি করা হয়েছিল একটি—কিন্তু সূর্যকুমার যাদবদের হাতে ট্রফি ওঠেনি। রিংকু সিংয়ের ওই জয়সূচক চারের পরের পরের দেড় ঘণ্টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম পরিণত হয়...