ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। খাগড়াছড়িতে গত ১০ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি-বাঙালি দাঙ্গা বাঁধানোর জন্যে বড় ধরনের ষড়যন্ত্র করছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। আইএসপিআর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী আমার দেশকে বলেছেন, ধর্ষণসহ যেকোনো ধরনের অপরাধ প্রচলিত আইনে বিচার হবে। যে কোনো ঘটনার সত্যাসত্য নিরূপণ করা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কিন্তু হঠাৎ করেই পাহাড় থেকে সেনাবাহিনী হঠাও স্লোগান তোলা এবং এ নিয়ে আন্দোলন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সূত্রপাত সম্পর্কে আইএসপিআর বিবৃতিতে জানায়, ২০২৪ সালের...