৭০তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২৫ এর মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১১ অক্টোবর আহমেদাবাদের ইএকে এরিনায় অনুষ্ঠিত হবে ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে ‘লাপাতা লেডিস’ এবং ‘কিল’ সিনেমার জন্য কার্তিক আরিয়ান, আলিয়া ভাট এবং নিখিল নাগেশ ভাট-এর নাম। মূলত কিরণ রাওয়ের “লাপাতা লেডিস” এবছরের ফিল্মফেয়ারে সর্বাধিক মনোনয়ন পেয়েছে। যার সংখ্যা ২৪টি। এছাড়াও নিখিল ভাটের “কিল” এবং অমর কৌশিকের “স্ত্রী ২” যথাক্রমে ১৫টি এবং ১৪টি মনোনয়ন পেয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন প্রাপ্তদের সম্পূর্ণ তালিকা। সেরা চলচ্চিত্রআর্টিকেল ৩৭০ভুল ভুলাইয়া ৩কিললাপাতা লেডিসস্ত্রী ২ সেরা পরিচালকআদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)অমর কৌশিক (স্ত্রী ২)আনিস বাজমী (ভুল ভুলাইয়া ৩)কিরণ রাও (লাপাতা লেডিস) সেরা চলচ্চিত্রের জন্য সমালোচক পুরস্কারনিখিল নাগেশ ভাট (কিল)আই ওয়ান্ট টু টক (শুজিত সরকার)লাপাতা লেডিস (কিরণ...