ফরিদুরের আলফাডাঙ্গা বাজারে এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরে এবার ২৫১ প্রতিমা দিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। এক মন্দিরে এত বেশি প্রতিমার আয়োজন এ অঞ্চলের আর কোথাও নেই। এ কারণে আলফাডাঙ্গা হরিমন্দিরের প্রতিমা উপজেলাতে ব্যাপক সাড়া ফেলেছে। সরেজিমিনে দেখা গেছে, প্রতিমা দেখতে আলফাডাঙ্গাসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শনার্থীরা ভিড় করছেন। দুর্গোৎসবের প্রথম দিন রবিবার মহাষষ্ঠী পূজার দিনই এ মন্দিরে ব্যাপক দর্শণার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা কারিগররা এসব প্রতিমা তৈরি করেছেন। মৃৎশিল্পী অনিল কুমার পালসহ চারজনকে ভারত থেকে আনা হয়েছে। প্রতিমার কাজ সম্পন্ন করে তারা কয়েকদিন আগে দেশে ফিরে গেছেন। আলফাডাঙ্গার বাসিন্দা তুলি বিশ্বাস বলেন, প্রতিবছরই দুর্গাপূজায় ঘুরি। এই মন্দিরে এক সঙ্গে অনেক প্রতিমা দেখা যায়। এ জন্য এখানে আসলে মনটা ভালো লাগে। বোয়ালমারী উপজেলার...