রাজধানী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি ও ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তার সাবেক দুই এমপি হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলকে (এমপি) তার নিজ বাসা থেকে গতকাল রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত ২৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নাশকতাও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে...