পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৫:২২ রেলওয়ে প্ল্যাটফর্ম ছোট ট্রেন বড়, ভোগান্তিতে যাত্রীরা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জয়পুরহাট:প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছোট হওয়ায় স্টেশনে দাঁড়ানো ট্রেনের একাধিক বগি প্ল্যাটফর্মের বাহিরে অবস্থান করায় যাত্রীদের ওঠানামায় ভোগান্তির স্বীকার হতে হয় প্রতিনিয়ত। বৃদ্ধ, শিশু ও রোগীদের বেলায় এ ভোগান্তির যেন শেষ নেই। এ ভোগান্তির অবসান পেতে ট্রেন যাত্রীরা কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন। কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ পেলেই সমস্যাটির সমাধান করা হবে।ব্রিটিশ আমলে নির্মিত জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্মটি। একসময় উত্তরবঙ্গের পাঁচবিবির হাঁটে অনেক পাইকার পণ্য ক্রয় করে ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে পাঠাত। পাঁচবিবি পৌরসভার বাসিন্দা আবু সাঈদ বলেন, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেলেও এই স্টেশনের অবকাঠামোর তেমন কোন উন্নয়ন হয়নি। বিশ্রামাগার, টয়লেট, যাত্রী ছাউনি প্লাটফর্মের সম্প্রারন ও সার্বিক...