ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।নির্বাচনী তহবিল সংগ্রহে বেশ সমস্যা হচ্ছিল তার, পাশাপাশি বিভিন্ন জরিপেও তিনি ডেমোক্র্যাট জোহরান মামদানি এবং প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোর কাছে অনেকটাই পিছিয়ে ছিলেন। এরিকের প্রত্যাহারের ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সংকুচিত হয়ে এসেছে ডেমোক্র্যাট জোহরান মামদানি, অ্যান্ড্রু কুমোর এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার মধ্যে।এরিক অ্যাডামস ২০২২ সালে দ্বিতীয় কৃষাঙ্গ হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন। গৃহীত এক ঘুষ ও জালিয়াতির মামলার কারণে তিনি স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছিলেন, তবে পরে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সেই অভিযোগ খারিজ করা হয়।এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তিনি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব পালন করবেন।সূত্র: বিবিসি নিউজ।নিউজজি/এস আর...