তৈরি পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে বাল্যবিয়ে ও কিশোরী অবস্থায় গর্ভধারণের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ঝুঁকিপূর্ণ গর্ভপাতেও অনেকটা অভ্যস্ত হয়ে পড়ছেন তারা। গবেষণায় দেখা গেছে, নারী শ্রমিকদের ৬৬ শতাংশেরই ১৮ বছরের আগেই বিয়ে হয়েছে। অধিকাংশই অপ্রাপ্ত বয়সে প্রথমবারের মতো গর্ভধারণও করেছেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাতের হারও এ জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক বেশি। গবেষণা বলছে, প্রায় এক-তৃতীয়াংশ নারী শ্রমিক অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের প্রতি ১০০ জনে ২৫ জনই গর্ভপাত বা মেনস্ট্রুয়াল রেগুলেশন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বি সাসাকাওয়া মিলনায়তনে ‘তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার’ শীর্ষক সেমিনারে এসব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। কানাডাভিত্তিক গ্লোবাল অ্যাফেয়ার্সের সহায়তায় আইসিডিডিআর,বি প্রায় ২৪ মাসব্যাপী এ গবেষণা পরিচালনা করে। ২০২২ সালের আগস্ট থেকে...