টালিউডে পূজা উপক্ষক্ষে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার অবস্থা বেশ রমরমা। প্রেক্ষাগৃহে একের পর এক বিভিন্ন স্বাদের বাংলা সিনেমাকে ঘিরে দর্শকের উন্মাদনা চলছে। গত ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় সব অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা এরই মধ্যে দর্শক দেখতে হলে ভিড় করছেন। পূজায় অন্যান্য সিনেমার তুলনায় ‘রক্তবীজ ২’ পেয়েছে কম শো। বরং তার তুলনায় শোয়ের দৌড়ে এগিয়ে রয়েছে টালিউডের হিট পরিচাক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্মিত সিনেমা। কিন্তু তা সত্ত্বেও পূজার অন্য সিনেমাগুলোকে হারিয়ে, পূজার সিনেমার দৌড়ে প্রচণ্ড গতিতে ছুটছে ‘রক্তবীজ ২’। কম শো পাওয়ার পরও বক্স অফিসে এখন পর্যন্ত যে ফলাফল ‘রক্তবীজ ২’র তা নির্মাতার মন ভালো করে দিচ্ছে। সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে সকাল ১০টার মধ্যেই ৩৫টিরও বেশি শো সম্পূর্ণ হাউসফুল হয়ে যায়। তৃতীয় দিনে যে...