পার্বত্যজেলা খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে চলা আন্দোলনে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। পাশাপাশি এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে আসক। বিবৃতিতে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যম সুত্রে জানা যায়, মার্মা সম্প্রদায়ের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ন্যায়বিচারের দাবিতে স্থানীয় তরুণেরা কয়েকদিন ধরে বিক্ষোভ, অবরোধ ও হরতাল পালন করে আসছিলেন। তবে প্রতিবাদ চলাকালীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেওয়া পদক্ষেপ আরও ভয়াবহ আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।' এতে আরও বলা হয়, ‘আসক মনে করে,...