খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় জনজীবন এখনো স্থবির। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই পরিস্থিতি বিরাজ করছে গুইমারা উপজেলাতেও। উপজেলায় গতকাল সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, বেশিরভাগ দোকানপাটও বন্ধ। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলমান অবরোধ আংশিক শিথিল করেছে জুম্ম ছাত্র-জনতা। সোমবার দুপুর ১২টার পর থেকে এই দুই রুটে দূরপাল্লার পরিবহনগুলো ছাড়তে শুরু করে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। দূরপাল্লার যাত্রী রোকেয়া বেগম বলেন, ‘ঢাকা থেকে এসেছিলাম সাজেক ঘুরতে। অবরোধের কারণে খাগড়াছড়িতে দুই দিন ধরে আটকা ছিলাম। আজ দুপুর থেকে অবরোধ শিথিল করায় মনের আনন্দে ঢাকায় ফিরে যাচ্ছি।’ আরেক যাত্রী...