গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দক্ষিণ সালনা এলাকার অটোরিকশাচালক এমদাদুল হক (৪০) ও অজ্ঞাত পরিচয় এক নারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের স্বজনরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে তারা অটোরিকশাযোগে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সদর...