কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কোদালিয়া সহরুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রধান শিক্ষক পদে গোলাম মোস্তফা নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে মাউসিতে কর্মরত সাবেক সভাপতি মাসুদের সহায়তায় এমপিও প্রাপ্তির আবেদন করারও অভিযোগ রয়েছে। নিয়োগকে কেন্দ্র করে মামলা জটিলতায় দশ বছর যাবত এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়া সহকারী প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারী সংকট থাকায় শত বছরের পুরোনো এ বিদ্যালয়টির পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সংকট নিরসনের দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। বিদ্যালয় সূত্র জানায়, ১৯১০ সালে কোদালিয়া সহরুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালেহ আহম্মেদের মৃত্যুর পর...