রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ভিসিসহ নিয়োগ কমিটির সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন বঞ্চিত এক প্রার্থী। আইনি নোটিশ পাঠানোর আগে ২১ সেপ্টেম্বর তিনি রাবি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ২৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের একজন আইনজীবীর মাধ্যমে রাবি উপাচার্যসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন ওই প্রার্থী। এতেও প্রতিকার না পেলে তিনি উচ্চ আদালতে মামলা করবেন, আইনি নোটিশে সেটাও জানিয়েছেন তিনি। প্রার্থীর অভিযোগ নামা ও কর্তৃপক্ষ বরাবর পাঠানো লিগ্যাল নোটিশের তথ্যে জানা গেছে, অভিযোগকারী প্রার্থীর নাম রাহাত ইসলাম হৃদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের একজন শিক্ষার্থী। সম্মান স্নাতকে সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৬৩ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ পেয়ে উভয় পরীক্ষাতেই নাট্যকলা বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম...