ভৈরব রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ পর্যন্ত ১৩২ কিলোমিটার রেলপথে মোট ২২টি স্টেশন থাকলেও জনবল সংকটের কারণে দীর্ঘ পাঁচ বছর ধরে এর মধ্যে ৬টি স্টেশনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। কালিকাপ্রসাদ, ছয়সূতি, হালিমপুর, যশোদল, নীলগঞ্জ ও বোকাইনগর-এই স্টেশনগুলোতে থামে না কোনো ট্রেন। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয়রা। রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকবল সংকট মেটাতে না পারায় বাংলাদেশ রেলওয়ে বাধ্য হয়ে এসব স্টেশন বন্ধ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই পরিত্যক্ত স্টেশনগুলো হয়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাখানা ও চোরাচালানকারীদের নিরাপদ আশ্রয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একসময় এসব স্টেশন ব্যবহার করে জুতা, কৃষিপণ্যসহ নানা পণ্য সহজে পরিবহন করা যেত। বিশেষ করে কালিকাপ্রসাদ এলাকায় প্রায় চার হাজার জুতার কারখানার মালামাল রেলপথে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। এখন...