সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত জ্বর, ডায়রিয়া ও চুলকানি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জানা যায়, সামন্য বৃষ্টি, প্রচ- রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত মাস ধরে বৃষ্টিতে শরীর ভিজে যায়। মাঝে মধ্যেই মাথায় পানি পড়ায় ঠান্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। এদিকে এ মৌসুমে ভাদ্র মাসে তালপাকা গরমে শরীর ঘেমে তা আবার প্রচন্ড তাপদাহে তাৎক্ষণিক শুকিয়ে যাওয়ায় ঠান্ডাজনিত কাশি, জ্বর, ডায়রিয়া ও চুলকানি রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। গত ১৫ দিনে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত নিউমোনিয়া, জ্বর ও কাশি আক্রান্ত নারী শিশুসহ নানা বয়সী প্রায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চুলকানি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এ উপজেলায়। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূইয়ট গ্রামের লায়লা খাতুন বলেন, গত ৪ দিন ধরে আমার শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে।...