পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। সোমবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লন্ডনে এক সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, “মিস্টার ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছেন এবং এই অঞ্চলকে বড় ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।” তিনি জানান, মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার মধ্যে ট্রাম্পের “নির্ধারক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব” দুই দেশের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়ক হয়েছে। শাহবাজ বলেন, “যদি ট্রাম্প হস্তক্ষেপ না করতেন, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত এবং বহু প্রাণহানি হতো।” তিনি উল্লেখ করেন, ২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহলগামে এক হামলার জন্য ভারত ইসলামাবাদকে দোষারোপ...