ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সবজির বীজ দেওয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলার ৬৬০ জন কৃষককে লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ ও সার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান,...