সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। এ সময় তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের কারণে বিতর্কিত হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষাটি বাতিল ও পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন। শিক্ষকরা জানান, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায় এবং এ ঘটনায় ইতোমধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। এমনকি পরীক্ষা চলাকালীনও কিছু পরীক্ষার্থীর সন্দেহজনক আচরণ শিক্ষকদের চোখে পড়ে। তারা অভিযোগ করেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়ায় একাধিকবার শর্ত পরিবর্তন করা হয়েছে- কখনো ১০ বছরের অভিজ্ঞতা, আবার কখনো ১২...