ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক যুদ্ধপরাধী কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম ওবায়দুল হক আবু তাহের (৭০)। তার পিতার নাম মৃত মঞ্জুরুল হক। আজ সোমবার দুপুরের দিকে অচেতন অবস্থায তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কয়েদি ওবায়দুলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইসরাফিল জানান, গত ৩১ জুলাই কয়েদি ওবায়দুল কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিসিন ভবনের ৫০২নং ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে মারা যান ওবায়দুল। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)...