২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুনকে অপসারণের দাবি তুলেছেন পরিষদের একাধিক নির্বাচিত সদস্য। সোমবার (২২ সেপ্টেম্বর) তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের কাছে অভিযোগ জমা দেন। কিন্তু এই ঘটনা শুধুই একজন প্যানেল চেয়ারম্যানকে ঘিরে নয়—এটি যেন স্থানীয় শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থার প্রশ্নকেও সামনে এনে দিয়েছে। চেয়ারম্যান মোঃ মজিবর রহমান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিষদের প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তৃতীয় ক্রমিকে থাকা মোছাঃ ফাহিমা খাতুন। কিন্তু অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি পরিষদের সদস্যদের সঙ্গে কোনো রকম মতবিনিময় না করে এককভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেন। অভিযোগকারীদের ভাষ্য, এসব কার্যক্রমের পেছনে তাঁর সহযোগী...