মিস আর্থ ২০২০ মেঘনা আলম জানান, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। এক ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন আলোচিত এ মডেল। তিনি বলেন, আমার ২ দিনের বেআইনি জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল- মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে? মেঘনা আলম নিজের উত্তর জানিয়ে বলেন, আমার উত্তর, কারণ ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি: বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময় আমাদের প্রতিবেশী ভারতের নিচে! তিনি বলেন, কিন্তু আসল সত্যিটা হলো-• লন্ডনের বেশিরভাগ “ইন্ডিয়ান” রেস্টুরেন্ট? আসলে বাংলাদেশিদের। •...