নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল নামে এক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার মকবুল হোসেনের ছেলে ও ব্রাহ্মন্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন তিনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, সোমবার সকালে সোহেল তাঁর তিন সহযোগী নিয়ে এলাকার শরিফের পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের ধাওয়া করে। এ সময় সোহেলের সহযোগী পালিয়ে গেলে সোহেলকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে...