নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে যে শিক্ষা মিলেছে, তাতে আর্সেনাল আরও ভালো দলে পরিণত হবে বলে মনে করেন আর্তেতা। দলের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন এই স্প্যানিশ কোচ। একই সঙ্গে তার দৃঢ় বিশ্বাস, এই মনোভাব তার দলকে এনে দেবে শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্তেতার দল। শেষ দিকে হেডে মিকেল মেরিনো ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে সেন্ট জেমস পার্ক থেকে জয় নিয়ে ফেরে আর্সেনাল। এই জয়ে দুই নম্বরে ফিরেছে তারা। শিরোপাধারী লিভারপুলের চেয়ে দলটি কেবল ২ পয়েন্ট পিছিয়ে। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ঘুরে দাঁড়ানো জয় থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন আর্তেতা। “যেভাবে আমরা খেলেছ এবং লড়াই করেছি, তাতে জয় আমাদেরই প্রাপ্য। আমরা সুযোগ তৈরি করেছি। (শেষ...