দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনাল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারালেও খেলা শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিপক্ষে এই জয়কে তুলনা করেছেন ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে। যেটি ছিল মূলত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গত মে মাসে ভারতের সামরিক অভিযান। ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছিল দিল্লি। এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি ভারতকে ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে না আনার পরামর্শ দেন। খেলার পর দেখা গেছে দুই দেশ মানবিক সহায়তার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা দেন, তিনি টুর্নামেন্টের পুরো ম্যাচ ফি ভারতীয় সেনা...