রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে অলিউর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা হয়। নিহত অলিউরের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে। তিনি শেখ ফরিদের ছেলে। বর্তমানে ফকিরা ফুলের এক নম্বর গলিতে ভাড়া থাকতেন। পেশায় তিনি একটি প্রতিষ্ঠানের অধীনে ওয়াইফাই সংযোগ ও তদারকির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। সহকর্মী সুমন বলেন, ‘আজ বিকেলে দিলকুশায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অলিউর। এসময় তিনি অচেতন হয়ে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত...