মুসলিম পুরুষ কোনো হিন্দু নারীকে বিয়ে করতে পারবেন না—দেশের আইনও এ বিষয়ে অনুমোদন দেয় না। হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ সম্প্রতি এমনই একটি রায়ে মন্তব্য করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যে দম্পতিকে কেন্দ্র করে এ রায় দেওয়া হয়েছে, তারা নিজেদের ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করেছিলেন। ধর্ম বহাল রেখে এ ধরনের বিয়ে ইসলামী শরীয়ত ও দেশের প্রচলিত আইন—দুটির সঙ্গেই সাংঘর্ষিক, তাই এই বিয়ে অবৈধ। ফলে ওই মামলার বিচ্ছেদ বা তালাক সংক্রান্ত ডিক্রিটিও আদালত বাতিল করে দেন। বিশেষ ম্যারেজ অ্যাক্ট ১৮৭২ অনুযায়ী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা চাইলে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারেন। তবে এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। আদালত স্পষ্ট করেছেন, মুসলিম নারী ও পুরুষ এ আইনের আওতার বাইরে থাকায় তাদের এ ধরনের বিবাহকে বৈধ ধরা যাবে...