প্রশ্ন করা হল, মৌলিক অধিকার কয়টি। শিক্ষার্থীরা উত্তর দিলো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। বছরখানেক আগে গাইবান্ধা, গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে অবস্থিত ‘শহীদ স্মৃতি শ্যামল-মঙ্গল-রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করার সুযোগ হয়েছিল। আগেও বহুবার গিয়েছি, কিন্তু সাঁওতাল নেতাদের স্মরণে নির্মিত এই বিদ্যালয়টি আমাকে আকৃষ্ট করেছিল। বিদ্যালয়ের প্রথম দর্শনে হয়তো পুরোপুরি উজ্জীবিত হতাম না, তবু হতাশও হইনি। শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলামÑআমাদের মৌলিক অধিকারগুলো কয়টি এবং কী কী? আদিবাসী সাঁওতাল শিশুদের চোখে-মুখে আত্মবিশ্বাসের ঝলক, দৃঢ় চেতনা এবং উৎফুল্ল চিত্তে তারা উত্তর দিয়েছে। এক ঝাঁক শিশুর দিকে দৃষ্টিপাত করে আমি আশান্বিত হলাম; আজকের শিশুরাই আগামীতে নেতৃত্ব দিতে এগিয়ে আসবে। স্কুলগামী শিশুরা প্রায়ই দেখেছে তাদের মাÑবাবা, ভাইÑবোনরা অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন; নিশ্চয়ই ন্যায্যতা, আইনগত বিষয় কিংবা জনস্বার্থের বিষয়গুলো এখানে সংশ্লিষ্ট রয়েছে। অধিকার আদায়ের...