খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। রোববার (২৮ সেপ্টেম্বর) তার এ বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ দাবি করেন, সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ভুলবশত বলে ফেলেন তিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও...