২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম খুলনার কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা শ্যামল কয়াল বর্তমানে বৃদ্ধ বাবা–মাকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী সবই পুড়ে যায়। শ্যামল কয়ালের স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ বাবা-মা ঘরের ভেতরে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেও তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশী রবীন্দ্রনাথ কয়াল বলেন, এখন সবাই পূজার আনন্দে মেতে আছে, এর মধ্যেই এ ঘটনা...