রাষ্ট্রের রুদ্রমূর্তি এড়িয়ে যাওয়া সম্ভবত কারও পক্ষেই সম্ভব নয়। অন্যদিকে আবার রাষ্ট্রের মানবিক চেহারা রক্ষণাবেক্ষণের প্রধান হাতিয়ার পুলিশ ও প্রশাসন। তাই স্বাধীন পুলিশ ও জনপ্রশাসনের জনগণের সেবক হিসেবে কাজ করার কথা। সরকার পরিবর্তনের সঙ্গে তাদের পেশাগত আচরণ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আকাঙ্ক্ষিত নয়। এতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধ সম্ভব ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশে জনপ্রশাসন ও পুলিশের ভূমিকা বরাবরই বিতর্কিত। বিশেষত বিগত সরকারের শাসনামলে জনপ্রশাসন ও পুলিশ বাহিনী রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা জনগণের সেবক না হয়ে ক্ষমতাসীন সরকারের সহযোগী হয়ে উঠেছিল, অর্থাৎ ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখতে তৎপর ছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানপরবর্তী দেশে জনগণের প্রত্যাশা ছিল, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীতে আমূল সংস্কার হবে। জনপ্রশাসন ও পুলিশ সংস্কার ছাড়া সরকারের ফ্যাসিবাদ দমনের চেষ্টা সফল হবে না। যেমনটি শুরুতেই বলেছি,...