বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০টি নদীতে প্রতিদিন জেলেরা জাল ফেললেও জালে মিলছে না তেমন কোনো ইলিশ। ভরা মৌসুম চলছে, অথচ নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। অনেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও ফিরছেন খালি হাতে। অনেকের জালে ইলিশ উঠলেও আকারে ছোট, বিক্রি করলেও খরচ ওঠে না। এ অবস্থায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে জেলেদের জন্য। নদ-নদীগুলোর সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এ অঞ্চলের পরিবেশ-প্রকৃতি মারাত্মক হুমকিতে পড়বে। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি নদীর ওপর সেতু নির্মাণ করায় নদীর স্বাভাবিক স্রোত হারিয়ে গেছে। নদ–নদীর চর-ডুবোচরের কারণে নাব্যতা হ্রাস পেয়ে ইলিশের বিচরণ ও প্রজনন হ্রাস পেয়েছে। এসব কারণে পায়রা, বিষখালী, তুলাতলী, কারখানা, পান্ডব, তেঁতুলিয়া নদে ইলিশের প্রজনন ও বিচরণ হুমকিতে পড়েছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এসব নদ–নদী...