গাজায় সংঘাত ও মানবিক সংকট দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কূটনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও ক্রীড়া—সব ক্ষেত্রেই দেশটির বিরুদ্ধে প্রতিক্রিয়া বাড়ছে। সম্প্রতি গাজায় স্থল আক্রমণ চালানো এবং কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। যদিও তেলআবিব অভিযোগ অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিক স্থগিতের প্রস্তাব দিয়েছে। নরওয়ে, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাজ্য ইসরায়েলের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। নরওয়ের সার্বভৌম তহবিলও দেশটিতে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, দেশটি এক ধরনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি। সংস্কৃতি ও বিনোদনের অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেন জানিয়েছে, ইসরায়েলকে ইউরোভিশন ২০২৬-এ অনুমতি দিলে তারা...