লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা এ নোটিশ পাঠান। নোটিশে আড়ং করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক, মগবাজার আউটলেটের স্টোর ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ কার্যক্রম বন্ধ না করলে এর বিরুদ্ধে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ করা হবে বলে এতে উল্লেখ করা হয়। আইনজীবী নিশাত নোটিশে বলেন, সম্প্রতি আড়ংয়ের মগবাজার আউটলেটে কেনাকাটার পর টাকা পরিশোধ করতে গিয়ে জানতে পারেন পণ্যের সঙ্গে কোনো ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে না। জানানো হয়, চলতি সেপ্টেম্বর থেকে এ ব্যাগ দেওয়া হয় না। কেনাকাটা করলে আগে কাগজের যে ব্যাগ বিনা মূল্যে পাওয়া যেত, সেই ব্যাগগুলোই এখন টাকা দিয়ে কিনতে হবে। একটি...