দ্য মাস্ক (১৯৯৪): ক্যামেরন ডিয়াজের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা এটি। অভিনয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যখন তিনি ‘দ্য মাস্ক’-এ অভিনয়ের সুযোগ পান, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি পারেবেন না। কিন্তু মুক্তির পর ছবিটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়। জিম ক্যারির সঙ্গে তার রসায়ন দর্শকের মন জয় করে নেয়, আর রাতারাতি তিনি পরিচিত হয়ে যান বিশ্বজুড়ে। মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং (১৯৯৭): রোমান্টিক কমেডির ভক্তরা এই সিনেমাকে আজও মনে রাখেন। জুলিয়া রবার্টসের মতো তারকার সঙ্গে অভিনয় করেও ক্যামেরন নিজের উপস্থিতি স্পষ্ট করে তুলেছিলেন। ছবিতে তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ততা দর্শককে মুগ্ধ করে। এ সিনেমা প্রমাণ করে দেয়, তিনি শুধু সৌন্দর্য দিয়েই নয়, বরং অভিনয় দিয়েও দর্শককে ধরে রাখতে পারেন। দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি (১৯৯৮): এটি বলা যায় ক্যামেরন ডিয়াজের ক্যারিয়ারের সবচেয়ে...