মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্স শনিবার (২৭ সেপ্টেম্বর) পরিণত হয়েছিল বাংলাদেশ সংস্কৃতি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের রঙিন মেলায়। বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫ প্রবাসী বাংলাদেশি পরিবার, কূটনীতিক ও ব্যবসায়িক নেতাদের মিলনমেলায় এনে দিলো গর্বের এক মহোৎসব। সকাল ১০টায় শিশু–কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিজয়ীদের হাতে বই কেনার অর্থ তুলে দেয় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। শিশুদের আঁকা ছবিতেই ফুটে ওঠে স্বপ্নের বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ইনোভেটিভ আইডিয়া পিচিং’ ছিল দিনের বড় আকর্ষণ। প্রথম পুরস্কার: গ্রিন ব্রিক–সাস্টেইনেবল বিল্ডিং ম্যাটেরিয়াল (রাশনি উম্মায়া সারা), দ্বিতীয় পুরস্কার: এআই ইন অ্যাগ্রিকালচার (সামিন সারওয়াত, হুজাইফা সাওমান, তানভীর আহমাদ), তৃতীয় পুরস্কার: জান্ট্রিকবিল্ডিং (সুমাইয়া আক্তার)। তাদের ভাবনায় উঠে আসে সবুজ প্রযুক্তি, কৃষি উদ্ভাবন এবং স্মার্ট ব্যবসার ভবিষ্যৎ। উদ্যোক্তাদের এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন সম্ভাবনা দেয়।...