বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’’ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার তেগুড়িয়ায় নিজ বাড়িতে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন।আরো পড়ুন:পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: মেজর হাফিজ‘দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত’ নিপুণ রায় বলেন, ‘‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো অপশক্তি টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। গত ১৫ বছর হাসিনা মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষ আজ মন খুলে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।’’ তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে...