দীর্ঘ ৪৫ বছর অবহেলার শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধিভুক্ত ‘ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (আইআইইআর) প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ শিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইনস্টিটিউটে ইসলামিক স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগে একজন প্রভাষক এবং একজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এতে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালের গেজেট অনুযায়ী ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) কার্যক্রম শুরু করে। ১৯৮২ সালে এরশাদ সরকার এটিকে...